পঞ্চগড় প্রতিনিধি: চলতি আখ মাড়াই মৌসুমে পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে পঞ্চগড় চিনিকলের সামনে বিক্ষোভ করেছে সংশ্লিষ্ট আখচাষী ও শ্রমিক কর্মচারীরা ।
বুধবার (২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চিনিকলের মুল ফটকের সামনে বিক্ষোভ করে আখচাষী ও শ্রমিক কর্মচারীরা।
শ্রমিক নেতৃবৃন্দ ও আখচাষী নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে পঞ্চগড় সহ দেশের ৬টি চিনিকলে চলতি বছরের আখ মাড়াই বন্ধ ঘোষনা হওয়ার পর থেকেই শ্রমিক-কর্মচারী ও আখ চাষীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। মিলটিতে আখ মাড়াই না হলে শ্রমিক-কর্মচারীসহ হাজার আখচাষী চরম ক্ষতিগ্রস্থ হবেন। এজন্য তারা মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মিলটি চালুর জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
বিক্ষোভকারীরা অবিলম্বে পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ করে পঞ্চগড় চিনিকল চালু রাখার দাবী জানান।
এসময় বক্তব্য বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনে সাধারণ সসম্পাদক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সসভাপতি আনারুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ প্রমুখ।