লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে বোরো হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৩৮০ জন কৃষকের নিকট বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আদিতমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর প্রত্যেক কৃষককে ২ কেজি করে হাইব্রিড জাতের বীজ তুলে দেয়া হয়।
আদিতমারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলীনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) চিত্ত রঞ্জন রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সঞ্চালনে এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা মোশারফ হোসেন,ওসি সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা দীপংকর পাল, সমাজসেবক মোজাহার আলী প্রমুখ। শেষে কৃষকদের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের বোরো জাতের ধান বীজ বিতরণ করা হয়।