কুড়িগ্রাম প্রতিনিধি (কীর্ত্তিকা সেন বিল্টু): কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবনের অপরাধে এক মাদক সেবীর দুই মাসের কারাদন্ড ও একশত টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান শিমুলবাড়ী পুর্ব ফকিরপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত ব্যাক্তির জেল জরিমানা করেন।
জানা গেছে, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা শিমুলবাড়ী পুর্ব ফকিরপাড়া এলাকায় ফুলবাড়ী- বালারহাট সড়কে অটোবাইক থামিয়ে তল্লাশি করেন। এসময় ৩ পুড়িয়া গাঁজাসহ তারা ওই উপজেলার কবিরমামুদ গ্রামের আমজাদ হোসেনের ছেলে আনিজুল ইসলাম (৩৫) কে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (৫) ধারায় তার এ জেল জরিমানা করা হয়।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।