পঞ্চগড় প্রতিনিধি: চলতি মৌসুম থেকে আখ মাড়াই বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে পঞ্চগড় সুগার মিলের শ্রমিক কর্মচারীরা।
বৃহস্পতিবার সকালে তারা সুগার মিলের প্রধান ফটকের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা সড়কে টায়ার জ্বেলে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। একই সঙ্গে তারা আখ মাড়াই চালুসহ পাঁচ দফা দাবি জানায়।
সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রোকনুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম, সাংগঠনিক সম্পাদক সফিয়ার রহমান, দপ্তর সম্পাদক মাহফুজ খন্দকারসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। অবিলম্বে মিল চালু করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শ্রমিক কর্মচারীরা।