পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মোকছেদ আলী (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মোর্শেদা খাতুন (২০)। আহত অবস্থায় স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছেন।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে পঞ্চগড়-দিনাজপুর সড়কের খোলাপাড়া নামক স্থানে। নিহত মোকছেদের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় চেকপোস্ট এলাকার এলাকায়। সে ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, দুই মাস আগে পঞ্চগড় জেলার বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের পানিডুবি এলাকার মোজাম্মেল হকের মেয়ে মোর্শেদাকে বিয়ে করেন মোকছেদ। মোটরসাইকেলযোগে মোকছেদ স্ত্রীকে নিয়ে শশুরবাড়ির নতুন ধানের পিঠা খাওয়ার জন্য যাচ্ছিলেন। যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুজনেই সড়কের ওপর ছিটকে পড়ে। ট্রাকটির একটি চাকা মোকছেদের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশঁ ও ফায়ার সার্ভিস কর্মীরা। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাছ আহম্মদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর একজন নিহত হয়েছেন আরেকজন আহত হয়। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দু’জনে স্বামী স্ত্রী। ট্রাকটি আটক করা হয়।